ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ভিসি প্রক্টরের নামে ভুয়া পেজ: প্রশাসনের জিডি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
ঢাবি ভিসি প্রক্টরের নামে ভুয়া পেজ: প্রশাসনের জিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৬ মার্চ) রাতে শাহবাগ বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসার কামরুল ইসলাম এই ডায়েরি করেন। জিডির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

এ বিষয়ে তিনি জানান, যেসব অসাধু চক্র এর সঙ্গে জড়িত তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো যাচ্ছে। অন্যথায় প্রশাসন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবে। এছাড়া শিক্ষার্থীদের এ ধরনের অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্যও এসময় আহবান করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসকেবি/এইচএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ