ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সংসদ টিভিতে রোববার থেকে সকাল ৯টায় প্রাথমিকের ক্লাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
সংসদ টিভিতে রোববার থেকে সকাল ৯টায় প্রাথমিকের ক্লাস

ঢাকা: সংসদ টিভিতে রোববার (১২ এপ্রিল) থেকে প্রাথমিকের ক্লাস সকাল ৯টায় শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ক্লাস চলবে বাংলানিউজকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

ইতোমধ্যে ১২ থেকে ১৬ এপ্রিলের ক্লাস রুটিন প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

অপরদিকে, বেলা ১১টা থেকে ২টা ২৫ মিনিট পর্যন্ত চলবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস। এরইমধ্যে মাধ্যমিকেরও ১২ থেকে ১৫ এপ্রিলের রুটিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

করেনা ভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার মধ্যে গত ২৯ মার্চ হতে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য টিভিতে ক্লাস দেখানো শুরু হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য ‘সংসদে বাংলাদেশ টেলিভিশন’-এ নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠদান শুরু করে সরকার। গত ৭ এপ্রিল থেকে প্রাথমিক এবং ২৯ মার্চ থেকে মাধ্যমিকের ক্লাস শুরু হয়।

প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী পাঠদানকারী শিক্ষক প্রদত্ত বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে। এই বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষক-শিক্ষিকাকে সব ক্লাস দেখার জন্য নির্দেশ দিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।