মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে দেশের সর্বস্তরের মানুষ আজ ক্ষতিগ্রস্ত। বিশেষ করে স্বল্প আয়ের মানুষজন দিশেহারা।
এমতাবস্থায় তাদের বিষয়ে জরুরি ভিত্তিতে বিশেষ প্রণোদনার ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
বিবৃতিতে সরকারি নীতিমালা পূরণ করে নন-এমপিও যে ২ হাজার ৭৩০টি স্কুল-কলেজ-মাদরাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর জন্য নির্বাচিত হয়েছে সেই প্রতিষ্ঠানগুলির অবিলম্বে এমপিও কার্যকর করার দাবি জানান।
এছাড়া আসন্ন ঈদুল ফিতরের আগেই তারা যেন বেতন সুবিধা ভোগ করতে পারেন সেই দাবি জানিয়ে বলেন, জাতির এই দুঃসময়ে অন্তত ৩৫/৪০ হাজার শিক্ষক কর্মচারী দুর্ভোগ থেকে রক্ষা পাবেন বলে তারা মনে করেন।
বিবৃতিতে নেতারা শুরু থেকেই স্বাধীনতা শিক্ষক পরিষদের কর্মীরা সারাদেশে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের সাধ্যমতো যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তা অব্যাহত রাখার অনুরোধ করেন।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এমআইএইচ/এএ