বুধবার (০৬ মে) দুপুর ১২টার দিকে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব নিশ্চিত করে তৃতীয় দফায় এতিম-দরিদ্র শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন বগুড়ার পুলিশ সুপার ও উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আলী আশরাফ ভূইঞা।
করোনা ভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় প্রতিষ্ঠানের সভাপতি পুলিশ সুপার আলী আশরাফ ভূইঞা বলেন, ‘পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কোনো দরিদ্র এতিম ছাত্র-ছাত্রী না খেয়ে থাকবে না। যদি কোনো দরিদ্র এতিম শিক্ষার্থীর খাদ্যসামগ্রীর প্রয়োজন হয় তবে তারা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সহায়তা পাবে। ’
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত হোসেন ঝুনু বাংলানিউজকে বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতিতে সবাই কঠিন সময় পার করছে। এসময় এতিম-দরিদ্র ছাত্রছাত্রী ও অবিভাবকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। এ মানবিক সাহায্য সহযোগিতা অব্যহত রাখা হবে। ’
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহাবুব মোরর্শেদ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে কাজি নজরুল, ইয়াসমীন, সুলতানা, শহীদুল ইসলাম, আনজুয়ারা খাতুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মে ০৬, ২০২০
কেইউএ/এফএম