বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এক শােকবাণীতে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ড. মাে. নাজমুল করিম চৌধুরী ছিলেন এদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ, লেখক, গবেষক ও মানবিক চেতনার অসাধারণ গুণী ব্যক্তি।
উপাচার্য মরহুমের রহুের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারর শােকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানমও অধ্যাপক নাজমুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ০৭, ২০২০
এসকেবি/ওএইচ/