রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য 'ফাউন্ডেশন ট্রেনিং'- এর আয়োজন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে চার দিনব্যাপী ট্রেনিংয়ের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম শেখ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে 'ফাউন্ডেশন ট্রেনিং' কার্যক্রম পরিচালিত হচ্ছে। চার দিনব্যাপী এই ট্রেনিংয়ে বিভিন্ন বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত ৩৭ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. সেলিম হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম সরকার, আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মু. আবদুল গোফফার খান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ইমদাদুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
আরএ