ইবি: দায়িত্বে অবহেলা ও শিক্ষার্থীদের সঙ্গে দূর্ব্যবহারের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের তিন কর্মচারীকে শোকজ করেছে সংশ্লিষ্ট দফতর। শোকজ করার পর তারা শোকজ নোটিশের জবাব পাঠিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বরাবর পাঠানো শোকজের জবাবে এ তিন কর্মচারী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন মুনশী মনিরুল ইসলাম, জিল্লুর রহমান ও মুরাদ হোসেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব রাজ পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের এ তিন কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। রাকিব তার পোস্টে চা-সিগারেটের বিনিময়ে সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার কথাও উল্লেখ করেন। এ অভিযোগ খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ওই তিনজনকে শোকজ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এসআই