ঢাকা: করোনাকালীন শিক্ষা কার্যক্রমের বিভিন্ন ইস্যু নিয়ে অনলাইনে শিক্ষাবিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় অনলাইনে এ মতবিনিময়কালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলও যুক্ত থাকবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
শিক্ষামন্ত্রীর এ মতবিনিময় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, এইচএসসি পরীক্ষা, জেএসসি-জেডিসির বদলে নিজ স্কুলে মূল্যায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে জানানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার সেগুন বাগিচায় আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামীকাল সাংবাদিকদের সঙ্গে একটা মতবিনিময় সভা হবে। সেখানে আমি আপনাদের যে প্রশ্ন থাকবে, সেগুলোর জবাব দেবো।
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে-এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল কবে খুলবে, পরীক্ষা কবে হবে, সেটা আপনাদের খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ২৬ মার্চ হতে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও ১ জুন হতে গণপরিবহন খুলে দেওয়া হয়। আর ১৭ মার্চ থেকে সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার।
মহামারির কারণে কয়েক দফা বাড়িয়ে গত ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
মহামারির কারণে এবছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা নিয়ে মূল্যায়ন করার কথা রয়েছে। অষ্টমের জেএসসি-জেডিসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। নভেম্বরে পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা হওয়ার কথা ছিল। জেএসসি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সভা করে একটি গাইডলাইন অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব করেছে।
আর গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। তবে বিকল্প তিন প্রস্তাব পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এমআইএইচ/ওএইচ/