ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে আড়াই কোটি টাকা ব্যয়ে দুই চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
খুবিতে আড়াই কোটি টাকা ব্যয়ে দুই চুক্তি সই চুক্তিপত্র হাতে খুবির কর্মকর্তাসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শার্লি ইসলাম লাইব্রেরির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং খানজাহান আলী হলের সংস্কার কাজের এক চুক্তি সই হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চুক্তি দুটি চুক্তি সই হয়।

শার্লি ইসলাম লাইব্রেরির ১৮৭০০ বর্গমিটার আয়তনের দ্বিতীয় তলা নির্মাণ কাজের চুক্তি মূল্য ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৪৬৭ টাকা। অপরদিকে খানজাহান আলী হলের সংস্কার কাজের চুক্তি মূল্য ১ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ৯৭৬ টাকা। এক বছরের মধ্যে এই নির্মাণ ও সংস্কারের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে সই করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং নির্মাতা প্রতিষ্ঠান এম রহমান অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে মো. মিজানুর রহমান। এ সময় প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।