ঢাকা: করোনার কারণে শ্রেণিকক্ষে নয়, অনলাইনে ভার্চ্যুয়ালি চলবে একাদশ শ্রেণির ক্লাস। রোববার (৪ আক্টোবর) ঢাকা কলেজের উদ্যোগে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত থেকে অনলাইন ক্লাসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় নানা প্রতিবন্ধকতা থাকার পরও অনলাইনে ক্লাস শুরু হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছি।
ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদের সঞ্চালনায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক অংশ নেন।
করোনার কারণে এবছর অনলাইনে কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হলো।
বোরহানুদ্দীন কলেজে অনলাইন পরিচিতি অনুষ্ঠান
রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রহমানের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের অনলাইন পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া। আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও কলেজের শিক্ষকরা। উপস্থাপনায় ছিলেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
এমআইএইচ/এএ