রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে শুধু স্নাতকোত্তর ও এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পেতেন। এ নিয়মের পরিবর্তন করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতকোত্তর, এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীদের পাশাপাশি এখন থেকে স্নাতক (সম্মান) পাশ করা শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবেন। একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
আরএ