ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চবিতে মাইক্রোবায়োলজি সমিতির ২৬তম সম্মেলন শুরু শনিবার

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

চট্টগ্রাম: বাংলাদেশ মাইক্রোবায়োলজি সমিতির দু’দিনব্যাপী ২৬ তম বার্ষিক সম্মেলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শনিবার শুরু হবে। দুইদিনব্যাপী এ সম্মেলন শেষ হবে রোববার।

 

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।  

বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের যৌথ উদ্যোগে মাইক্রোবায়োলজি বিভাগে অনুষ্ঠিত হবে ।

২১ জানুয়ারি সম্মেলন উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আ.আ.ম.স আরেফিন সিদ্দিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে।

উক্ত সম্মেলনের সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। এছাড়া সেমিনারে বক্তব্য রাখবেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি’র প্রেসিডেন্ট এবং ঢাকা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. মজিবুর রহমান এবং  সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহমুদা ইয়াছমিন।  

বাংলাদেশ সময়: ১১২৫ঘন্টা, জানুয়ারি, ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ