ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

শিক্ষা

জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করার দাবি সংবাদ সম্মেলন। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: এমপিও নীতিমালা ২০১৮ এর সদ্য প্রকাশিত সংশোধনীতে আলিম মাদরাসায় নব সৃষ্ট জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করে সহকারী অধ্যাপক পদটি বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ৫টি প্রস্তাবনা উপস্থাপন করেন।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ দোলোয়ার হোসেন।  

প্রস্তাবনাগুলো-মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ গত বছরের ২৩ নভেম্বর প্রকাশিত সংশোধনীতে জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০১০ সালে জারিকৃত পরিপত্র মোতাবেক সব পর্যায়ের মাদরাসার প্রশাসনিক (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার) পদে নিয়োগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংশোধন পূর্বক সবার অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করা। সদ্য প্রকাশিত সংশোধনীতে আলিম মাদরাসায় নব সৃষ্ট জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করে সহকারী অধ্যাপক পদটি বহাল রাখা। সংশোধনীতে প্রভাষক (গণিত) পদ বিলুপ্ত করে বিজ্ঞান শিক্ষাকে বাধাগ্রস্ত করা হয়েছে যা কোনোভাবেই কাম্য নয়। তাই জনবল কাঠামোতে প্রভাষক (গণিত) পদ পুনরায় অন্তর্ভুক্ত করা। সংশোধনীতে ৫০ শতাংশ প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি কোনোভাবেই কাম্য নয়। তাই চাকরি কাল ৮ বছরপূর্তিতে সব প্রভাষকের সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ পর্যায়ক্রমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ রাখা। সংশোধনীতে গ্রন্থাগারিক ও সহঃগ্রন্থাগারিক পদে জেনারেল ধারায় শিক্ষিত প্রার্থীর আবেদনের সুযোগ রাখা।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা স্কুল-কলেজের আনুপাতিক হারে মাদরাসা জাতীয়করণ করে শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করার আহ্বান জানান। এছাড়া জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ তথ্য-প্রযুক্তিনির্ভর ও সাম্প্রদায়িকতা মুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে উপরোক্ত প্রস্তাবনা সংশোধনীতে অন্তর্ভুক্তের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

সংগঠনটির সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী হেলাল, শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব ওয়ালিদ হোসেন  প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।