ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১১ দফা দাবিতে প্রতিবন্ধী শিক্ষকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
১১ দফা দাবিতে প্রতিবন্ধী শিক্ষকদের মানববন্ধন প্রতিবন্ধী শিক্ষকদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষামালা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের একসঙ্গে স্বীকৃতি ও এমপিও প্রদান, বেতন ভাতা প্রদান, বিনামূল্যে বই বিতরণ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনসহ ১১ দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সারাদেশের ৫০টি জেলার ১৫২৫টি স্কুলের সহস্রাধিক শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

মানববন্ধন-সমাবেশ পরিচালনা ও শিক্ষকদের ১১ দফা দাবি তুলে ধরেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক সরকার পল্লব।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ২০২০ সালের জানুয়ারিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সকল নিয়ম মেনে অনলাইন আবেদনের পরেও এক বছরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অতিমারির সময়ে এসব শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছে। রাষ্ট্র না কোনো প্রণোদনা দিয়েছে। না কোনো সহানুভূতি নিয়ে পাশে দাড়িয়েছে।

শিক্ষকরা আরও জানান, তারা প্রতিটি জেলার প্রশাসককে ইতোমধ্যে স্মারকলিপি প্রদাণ করেছেন। সোমবার তারা জাতীয় সংসদের স্পিকার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতিকে স্মারকলিপি প্রদাণ করবেন। এতে কাজ না হলে প্রধানমন্ত্রীর কাছে ১১ দফার স্মারকলিপি দেবেন বলে সমাবেশে জানান শিক্ষকরা।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির আহ্বায়ক আরিফোর রহমান অপু, নাট্যজন বেলাল আহমেদ, শিক্ষক নেতা ইশরাত জাহান, জাকির হোসেন, মোহাম্মদ আলী, আল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
ডিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।