ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের ওপর হামলা, আশুলিয়া থানায় জাবি প্রশাসনের অভিযোগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
শিক্ষার্থীদের ওপর হামলা, আশুলিয়া থানায় জাবি প্রশাসনের অভিযোগ ...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গ্রামবাসীর হামলার ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশুলিয়া থানার পরিদর্শক (অপরেশন) আব্দুর রশিদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।

তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে আমি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছি। মামলায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর-৫৯।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।