ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১ মার্চ থেকে ঢাবির হল খুলে দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
১ মার্চ থেকে ঢাবির হল খুলে দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়: পহেলা মার্চ থেকে ঢাবির হল খুলে দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থী জোনায়েদ।

শিক্ষার্থীরা ফেব্রুয়ারির মধ্যেই হল খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছেন।

আন্দোলনকারীদের একজন তানভীর আলম চৌধুরী বলেন, প্রায় একবছর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ। টিকাও চলে এসেছে। এখন হল খুলতে এতো বিলম্ব করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।

আরো পড়ুন>>>তালা ভেঙে হলে ঢুকলেন ঢাবি শিক্ষার্থীরা 
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।