ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল .

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলে শিক্ষার্থীরা ‘সরকারি সরকারি/জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর, গেরুয়াতে ছাত্র মারে/প্রশাসন কী করে’ বলে স্লোগান দেন।

মিছিলটি নতুন কলা ভবন অতিক্রম করলে প্রক্টরিয়াল টিম তাদের থামায়।  এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। তিনি শিক্ষার্থীদের সরকারি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে বলেন।

প্রশাসনের বাধা উপেক্ষা করে মিছিল উপাচার্য বাসভবনের দিকে এগিয়ে গেলে পরিবহন চত্বরের সামনে আবারও তাদের আটকায় প্রক্টরিয়াল টিম। এ সময় শিক্ষার্থীদের পুরাতন রেজিস্ট্রার অফিসের সামনে নিয়ে যায় প্রশাসন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।  

এর আগে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।