ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার দাবিতে কুবিতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
পরীক্ষার দাবিতে কুবিতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

ফেনী: স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় শুরু করার দাবিতে প্রতীকী পরীক্ষার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতীকী পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের জোবায়েদা ফৌজিয়া নদী বলেন,  আমাদের পরীক্ষা দেওয়ার জন্য রুটিন দেওয়া হয়েছিলো, এ জন্য আমরা ক্যাম্পাসে এসেছিলাম। কিন্তু এখন আবার পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া আমরা মানসিক, আর্থিক সব দিক দিয়েই ক্ষতির মুখে পড়েছি।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. জুবায়ের বলেন, আমরা কীভাবে পরিবারের দায়িত্ব নেবো। আমাদের জীবন থেকে সময়গুলো কেড়ে নেবেন না। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, পরীক্ষার বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলো যেন পূর্ণ বিবেবচনা করা হয়।

এর আগে গত দুই দিন চলমান পরীক্ষা পুনরায় শুরু করার দাবিতে মানববন্ধন করেছিলো শিক্ষার্থীরা। ওই মানববন্ধনে শিক্ষার্থীদের দাবি ছিলো যেন পরীক্ষা স্থগিত করা না হয়।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।