ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে কেন্দ্রীয় নেতাকে পেটালেন ছাত্রলীগকর্মী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
ঢাবিতে কেন্দ্রীয় নেতাকে পেটালেন ছাত্রলীগকর্মী

ঢাকা বিশ্ববিদ্যালয়: কথা কাটাকাটির জের ধরে কেন্দ্রীয় নেতাকে পিটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের এক কর্মী।  

মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ নেতা হলেন কেন্দ্রীয় স্কুলছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়। আর মারধরকারী হলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগকর্মী জামান সামি।  

পুতুল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সামি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
 
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে পুতুল আইন অনুষদের মোতাহার হোসেন ভবনের দেওয়ালের পাশে প্রস্রাব করছিলেন। এসময় সামি ও তার বন্ধুরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির জেরে পুতুলকে আঘাত করেন সামি। এতে পুতুলের চোখের নিচে ফেটে যায়।
 
এ বিষয়ে পুতুল চন্দ্র রায বাংলানিউজকে বলেন, আমি নিজের পরিচয় দেওয়ার পরেও সামি অতর্কিতভাবে হামলা করেছে। আমার কাছে মনে হয়েছে ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হামলা। এতে আমার আটটি সেলাই লেগেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সামি বাংলানিউজকে বলেন, উনি আমার বিভাগের দেওয়ালে প্রস্রাব করছিলেন। আমি তখন নিষেধ করি। এটি আমার নৈতিক দায়িত্ব। তখন কথা কাটাকাটি হয়। কোনো মারধর করা হয়নি। উনি নাকি এরপরে অ্যাক্সিডেন্ট করে সেখানে আহত হয়েছেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাংলানিউজকে বলেন, ছাত্রলীগ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এ ঘটনায়ও ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।