ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে আন্তর্জাতিক ‘লিটফেস্ট’ শুরু শুক্রবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
জাবিতে আন্তর্জাতিক ‘লিটফেস্ট’ শুরু শুক্রবার জাবিতে আন্তর্জাতিক ‘লিটফেস্ট’ শুরু শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের আয়োজনে ‘ইংলিশ জুবিলি লিটফেস্ট’ শিরোনামে তিনদিনব্যাপী অনলাইন সাহিত্য উৎসব শুরু হচ্ছে।

শুক্রবার (১২ মার্চ) এ সাহিত্য উৎসব শুরু হবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাবি ইংরেজি বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সাহিত্য উৎসবটির মাধ্যমে ইংরেজি বিভাগ উদযাপন করছে একসঙ্গে দু’টি অর্জন— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী এবং স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী। আয়োজকরা আশাবাদী, করোনাকালীন ধকল, দুশ্চিন্তা ও ট্রমা থেকে উত্তরণে বুদ্ধিবৃত্তিক অনলাইন যোগাযোগ, জ্ঞান ও ভাবনার বিনিময়মূলক আলাপচারিতা উসকে দিতে এবং এর মাধ্যমে দেশ-বিদেশের মানুষের মধ্যে বোঝাপড়া ও সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখবে এ উৎসব।

সবার জন্য উন্মুক্ত এ সাহিত্য উৎসবে থাকছে বাংলা ও ইংরেজি ভাষায় ১৮টি আকর্ষণীয় সেশন, যার মধ্যে ১৩টি সেশনজুড়ে থাকবে সাম্প্রতিক শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কবিতা, চলচ্চিত্র, সঙ্গীত নিয়ে আলাপন। দেশ-বিদেশের ৪০ জনেরও বেশি লেখক, গবেষক, পণ্ডিত, অনুবাদক, চলচ্চিত্র পরিচালক ও তরুণ প্রতিভাবান ব্যক্তি এ লিটফেস্টে সক্রিয়ভাবে অংশ নেবেন।

এছাড়া, উৎসবের প্রথমদিন রাত ১১টায় একটি অনলাইন নাটক পরিবেশন করবে ভারতের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব। উৎসবের তৃতীয় দিন ১৪ মার্চ রিকশা-শিল্পের পর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।