ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারোনাকালের ৪১তম বিসিএসের প্রিলিতে অনুপস্থিত এক লাখ পরীক্ষার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
কারোনাকালের ৪১তম বিসিএসের প্রিলিতে অনুপস্থিত এক লাখ পরীক্ষার্থী কেন্দ্রের সামনে বিসিএস পরীক্ষার্থীদের ভিড়

ঢাকা: করোনা ভাইরাস মহামারির মধ্যে অনুষ্ঠিত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় এক লাখ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শুক্রবার (১৯ মার্চ) দেশের আট বিভাগের কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীদের একটি অংশ এ পরীক্ষা না নেওয়ার দাবি তুলেছিল।

সরকারি কর্মকমিশন (পিএসসি) জানায়, ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন চার লাখ চার হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন তিন লাখ চার হাজার ৯০৭ জন। পরীক্ষায় অংশ নেননি ৯৯ হাজার ৬০৬ জন। অনুপস্থিতির হার ২৪ দশমিক ৬২ শতাংশ।

লাখের কাছাকাছি পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন রোববার (২১ মার্চ) সাংবাদিকদের জানান, ৪০তম বিসিএস থেকে ৪১তম বিসিএসের মধ্যে এক বছরের ব্যবধান। এ সময়ের মধ্যে অনেকেই অন্য পেশায় যুক্ত হয়েছেন। এজন্য তারা পরীক্ষায় অংশ নেননি। তাছাড়া করোনার একটা প্রভাব তো ছিলই।

পিএসসি জানায়, এর আগে ৪০তম বিসিএস পরীক্ষায় প্রায় ২১ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সে হিসেবে অনুপস্থিতির হার অস্বাভাবিক না। পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী অংশ নিয়েছেন। উপস্থিতির হার সন্তোষজনক।

কঠোর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের মুখে মাস্ক পরা ছাড়া আর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তিন ফুট দূরত্বে আসন থাকার কথা থাকলেও অনেক কেন্দ্রে তা ছিল খাতা কলমে।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এতে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী শিক্ষক প্রশিক্ষণের জন্য ১৩ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।