ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি মনিরুল, সম্পাদক সাদাত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি মনিরুল, সম্পাদক সাদাত

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির নাম প্রস্তাব করা হয় এবং উপস্থিত সবার সম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।



কমিটিতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) মনিরুল ইসলাম রিন্টু সভাপতি এবং উপ পরিচালক (জনসংযোগ) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আবু সাদাত সাধারণ সম্পাদক করে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশনের (পুপরোয়া) কার্যনির্বাহী পরিষদের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
তিন বছর মেয়াদী গঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি ,মুহাম্মাদ ইমতিয়াজ, পরিচালক, সাউথইস্ট ইউনিভার্সিটি সহ সভাপতি, নাসিমা খন্দকার, পরিচালক, রবীন্দ্র সৃজনকলা ইউনিভার্সিটি, সহ সভাপতি, আবু মিয়া আকন্দ (তুহিন), উপ পরিচালক, এআইইউবি, যুগ্ম সাধারণ সম্পাদক (১) আনোয়ার হাবীব কাজল, সিনিয়র সহ পরিচালক, ডেফোডিল ইউনিভার্সিটি, যুগ্ম সাধারণ সম্পাদক (২), এসএম মহিউদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, অর্থ সম্পাদক, মামুন উল মতিন, ডেপুটি রেজিস্ট্রার, ফারইস্ট ইউনিভার্সিটি, সহ অর্থ সম্পাদক, জাহিদ হাসান, জনসংযোগ কর্তকর্তা, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সাংগঠনিক সম্পাদক, ওয়াহিদুজ্জামান, সহ পরিচালক, আইইউবি, সহ সাংগঠনিক সম্পাদক, কে. এম. সাইফুল্লাহ, ডেপুটি রেজিষ্ট্রার, প্রাইম ইউনিভার্সিটি, দপ্তর সম্পাদক শেখ মাহবুব, যুগ্ম পরিচালক, নর্দান ইউনিভার্সিটি, সহ দপ্তর সম্পাদক, জিসান আল জুবায়ের, সহকারী রেজিষ্ট্রার, বিইউবিটি, জনসংযোগ ও প্রশিক্ষণ সম্পাদক, আল আমিন শিকদার সিহাব, উপ পরিচালক, আইইউবিএটি, সহ জনসংযোগ ও প্রশিক্ষণ সম্পাদক, বাচ্চু শেখ রবিন, জনসংযোগ কর্মকর্তা, ইউএপি, প্রচার সম্পাদক, নাহিদ হাসান, জনসংযোগ কর্মকর্তা, সোনারগাঁও ইউনিভার্সিটি, ক্রীড়া সম্পাদক, মনজুর হোসাইন, পরিচালক, মেরিট ইন্টা. স্কুল, সোনারগাঁও, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, হাসিনা এনজেল, নির্বাহী কর্মকর্তা, বিইউএইচএস, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মতিউর তানিফ, জনসংযোগ কর্মকর্তা, গ্রিন ইউনিভার্সিটি, সাংস্কৃতিক সম্পাদক, সাজেদ ফাতেমী, পরিচালক, ইস্টার্ন ইউনিভার্সিটি, সহ সাংস্কৃতিক সম্পাদক, বদিউর রহমান সোহেল, জনসংযোগ কর্মকর্তা, এশিয়ান ইউনিভার্সিটি, গবেষণা সম্পাদক, আব্দুল,মতিন, অতিরিক্ত পরিচালক, মানারাত ইন্টা. ইউনিভার্সিটি, আন্তর্জাতিক সম্পাদক নাঈম আহমেদ, জনসংযোগ কর্মকর্তা, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি।

পুপরোয়ার  বিভাগীয় সমন্নয়কারী হিসেবে আছেন চট্টগ্রাম, মহিউদ্দিন জুয়েল, চট্টগ্রাম ইনডিপেডেন্ট ইউনিভার্সিটি, সিলেট, আলমগীর হোসেন, লিডিং ইউনিভার্সিটি, খুলনা, জুবায়ের মুস্তাফিজ, এনইউবিটি খুলনা, রাজশাহী, আশরাফুল ইসলাম, বিএইইউটি, নাটোর। এছাড়াও সরকারি নিবন্ধনকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির উপদেষ্টামন্ডলী হিসেবে আছেন ড. এ কে এম শামসুল আরেফিন, পরিচালক, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ, ইউজিসি, জনাব মনিরুজ্জামান টিপু, এসভিপি, এসআইবিএল ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জনসংযোগ সমিতি, জনাব লুৎফর রহমান, সাবেক পরিচালক, এআইইউবি ও সাবেক সভাপতি, পুপরোয়া, জনাব জামিল আহমেদ, পরিচালক, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জনাব বেলাল আহমেদ, পরিচালক, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, জনাব হাসান সাইমুম ওহাব, সহকারী পরিচালক (শিক্ষা ছুটি), আইইউবি ও সাবেক সহ সভাপতি, পুপরোয়া।

মঙ্গলবার (২৪ মার্চ) ওই বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।