ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দ্রুত ফল প্রকাশের দাবি মেডিক্যাল শিক্ষার্থীদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
দ্রুত ফল প্রকাশের দাবি মেডিক্যাল শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৫-১৬ সেশেনের পেশাগত পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে মেডিক্যাল শিক্ষার্থীদের একটি অংশ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম মেনে দ্রুত ফলাফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে।



নাম প্রকাশে অনিচ্ছুক এক মেডিক্যাল শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, করোনার কারণে আমাদের ২০২০ সালের মে মাসের তৃতীয় পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২১ এর জানুয়ারিতে। নিয়ম অনুযায়ী পূর্ববর্তী ব্যাচের ৪৫০ জন ছাত্রছাত্রীর তৃতীয় পেশাগত পরীক্ষার সাপ্লিমেন্টারি পাস করে নভেম্বর ২০২০ এ অনুষ্ঠিত চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ নিয়ম না মেনে কারিকুলাম ভঙ্গ করে তৃতীয় পেশাগত পরিক্ষার ফলাফল প্রকাশ না করে এই কয়েকশো ছাত্র-ছাত্রী কে বাদ দিয়ে এপ্রিল ২০২১ এ চূড়ান্ত পেশাগত পরীক্ষার তারিখ ঘোষণা প্রদান করে। পরীক্ষায় অংশ নিতে না পারলে আমাদের এক বছর সেশনজটে পড়তে হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তারপরেও আমরা চেষ্টা করছি ফল প্রকাশ করে তাদের পরীক্ষার সুযোগ করে দিতে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।