ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ২৯, ২০২১
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা স্থগিত

ঢাকা: দেশের কিছু এলাকায় কঠোর লকডাউন কার্যকর থাকায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের চার দিনের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১, ২, ৩ এবং ৫ জুন অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষা দেশের কিছু এলাকায় কঠোর লকডাউন কার্যকর থাকায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলেও জানান এম এ খায়ের।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাস শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অবস্থায় পরীক্ষাও গ্রহণ করা যাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয়গুলোয় অনলাইন এবং সরাসরি পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার ভারতীয় ধরন শনাক্ত হাওয়ায় সেখানে কঠোর লকডাউন আরোপ করা হয়। এছাড়া আরও কিছু এলাকায় লকডাউন দিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ২৯, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।