ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাফিজুরের মৃত্যু

ময়নাতদন্তের রিপোর্টের জন্য আটকে আছে তদন্ত প্রতিবেদন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ২০, ২০২১
ময়নাতদন্তের রিপোর্টের জন্য আটকে আছে তদন্ত প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর কারণ চিহ্নিত করতে তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি গঠনের ২৬ দিন অতিবাহিত হলেও এখনো পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।



এ বিষয়ে জানতে চাইলে কমিটির প্রধান ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর লিটন কুমার সাহা বাংলানিউজকে বলেন, ঢাকা মেডিক্যাল থেকে আমরা ময়নাতদন্ত রিপোর্ট পেলে তদন্ত রিপোর্ট পূর্ণাঙ্গ করে জমা দেবো। এই রিপোর্টের জন্য আমাদের কাজ আটকে আছে।

তদন্ত রিপোর্টে মাদকের সংশ্লিষ্টতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা তার বন্ধুদের জিঙ্গাসাবাদ করেছি। তারা কার্জন হলের আড্ডায় মাদক নেয়।

ময়নাতদন্ত রিপোর্ট কবে দেওয়া হতে পারে জানতে চাইলে ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগের প্রধান ড. মাকসুদ বাংলানিউজকে বলেন, আমরাও কয়েকটি রিপোর্টর জন্য আবেদন করেছি। সেগুলো এলে দ্রুততর সময়ের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট হস্তান্তর করবো।

সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, তদন্ত কমিটির অগ্রগতি আছে। আশা করছি দ্রুত সময়ে সেটি হাতে পাবো।
মে মাসের ১৫ তারিখ হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিখোঁজ হন হাফিজ। পরবর্তীসময়ে ২৩ তারিখ ঢাকা মেডিক্যালে মর্গ থেকে তার মরদেহ শনাক্ত করা হয়। এরপর তার মৃত্যুর পেছনে ভয়াবহ মাদক এলএসডির সংশ্লিষ্টতা পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ২০, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।