ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে সশরীরে পরীক্ষা গ্রহণ স্থগিত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ২৬, ২০২১
ববিতে সশরীরে পরীক্ষা গ্রহণ স্থগিত ঘোষণা

বরিশাল: শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে চলমান সেমিস্টার পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষ।

শনিবার (২৬ জুন) বিকেলে বিভাগীয় প্রধানদের নিয়ে বিশেষ সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



দেশব্যাপী সর্বাত্মক লকডাউন ঘোষণার ফলে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের চলমান সেমিস্টার পরীক্ষাগুলো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে, অনলাইনে মিডটার্ম ও ভাইভা পরীক্ষাসহ ক্লাস কার্যক্রম চলমান থাকবে।

আগামী সোমবার থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণার সরকারি সিদ্ধান্তের কারণে শারীরিক উপস্থিতিতে পরীক্ষা গ্রহণ বন্ধ করতে হয়েছে বলে নিশ্চিত করেন এই শিক্ষক।

কবে থেকে পুনরায় এসব স্থগিত হওয়া পরীক্ষা গ্রহণ করা হতে পারে এমন প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দিন বলেন, আমাদের ইচ্ছে আছে যত দ্রুত সম্ভব পুনরায় সেমিস্টার পরীক্ষাগুলো শুরু করার। তবে, বর্তমান সংক্রমণ হার কমে যাওয়া এবং কঠোর লকডাউন শিথিল না হওয়া পর্যন্ত হয়তো শারীরিক উপস্থিতিতে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না।  

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত বিশেষ সভায় রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৪ জুন থেকে সেখানে সশরীরে স্থগিত হওয়া সেমিস্টার পরীক্ষা গ্রহণ শুরু হয়। এর আগে চলতি বছরের শুরুতেও একবার শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা গ্রহণ শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে সরকারি নিষেধাজ্ঞার কারণে ফেব্রুয়ারিতে সব ধরনের পরীক্ষা কার্যক্রম স্থগিত করতে হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।