ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে হচ্ছে না গুচ্ছ ভর্তি পরীক্ষা 

জবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে হচ্ছে না গুচ্ছ ভর্তি পরীক্ষা  জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি: মহামারি করোনা পরিস্থিতির কারণে দেশে চলমান রয়েছে ‘কঠোর লকডাউন’। আর এ পরিস্থিতি স্বাভাবিক না হলে ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান।

 

সোমবার (৫ জুলাই) ফোনে বাংলানিউজকে তিনি এ কথা জানান।  

মো. ওহিদ্দুজ্জামান বলেন, গুচ্ছ পরীক্ষা নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই আমাদের। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। খুব শিগগিরই সবাইকে নিয়ে একটি ভার্চ্যুয়াল সভা ডাকা হবে। তখন কোনো সিদ্ধান্ত এলে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বাংলানিউজকে বলেন, আমরা খুব শিগগিরই ভার্চ্যুয়াল সভা ডাকবো এবং সব সিদ্ধান্ত ভার্চ্যুয়াল সভার উপর ভিত্তি করেই নেওয়া হবে। তাছাড়া আমাদের প্রাথমিক আবেদন শেষ হওয়ায় সিলেকশন রেজাল্ট প্রক্রিয়াধীন।

কবে নাগাদ সিলেকশনের ফলাফল প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটা তো প্রক্রিয়াধীন। আর ভার্চ্যুয়াল সভার আগে কিছু জানাতে পারছি না।

দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় গত ১৯ জুন থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়া কথা থাকলেও, গত ১১ জুন তা স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।