ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

খুলনা: আনন্দঘন পরিবেশে খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. বজলার রহমান।

সভাপতিত্ব করেন নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর শেখ মাহরুফুর রহমান।  

প্রফেসর ড. মো. বজলার রহমান বলেন, সূচনালগ্ন থেকে এ প্রতিষ্ঠানটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখছে। পাশাপাশি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তিভিত্তিক বর্তমান যুগের প্রেক্ষাপটে ছাত্র-ছাত্রীরা প্রযুক্তি নির্ভর প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণে দায়িত্বশীল ভূমিকা পালন করে প্রতিযোগিতামূলক বিশ্বে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে-এ আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নওশের আলী মোড়ল, লিবারেল আর্টস অ্যান্ড হিউম্যান সায়েন্সের ডিন প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আল মামুন রানা। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান, সহকারী প্রক্টর, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রক্টর মো. আসাদুজ্জামান।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।