ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ ...

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসির শিক্ষার্থীরা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা এ দাবি জানান।

এতে মহাসড়কের দু'পাশে যানজটের সৃষ্টি হয়।

এ সময় রাজশাহী কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ইমন হোসেন বলেন, এবার ১৪ লাখ শিক্ষার্থী অটোপাশের করেছে। সব পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে এক লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। বাকি ১৩ লাখ শিক্ষার্থী কোথায় যাবে। এর মধ্যে এক লাখ ৬২ হাজার শিক্ষার্থী জিপিএ ৫ প্রাপ্ত। আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।

ন‌ওগাঁ জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, যেখানে রাবিতে ভর্তি পরীক্ষায় ৪০ এর নিচে পেয়েও শিক্ষক, কর্মকর্তাদের ছেলেমেয়েরা ভর্তি হতে পারছে। সেখানে আমরা কেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারবো না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

রাজশাহী কলেজের আরেক শিক্ষার্থী মাহমুদ রনি বলেন, রাবিতে ২০১৮ সাল থেকে দ্বিতীয়বার পরীক্ষা বন্ধ করা হয়। ভালো প্রস্তুতি থাকা সত্বেও সিলেকশন নিয়মের কারণে ভর্তি পরীক্ষা দিতে পারিনি। সিলেকশন সিস্টেমের কারণে অনেক সত্যিকারের মেধাবী প্রথমেই বাদ পড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।