ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইমেরিটাস অধ্যাপক হতে চান না ড. জাফর ইকবাল দম্পতি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
ইমেরিটাস অধ্যাপক হতে চান না ড. জাফর ইকবাল দম্পতি ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হক

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইমেরিটাস অধ্যাপক হওয়ার ইচ্ছে নেই বলে জানিয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল দম্পতি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন।

তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা শাবিপ্রবিতে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হকের অবদানের কথা ভেবে তাকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে স্বীকৃতি দিতে দাবি করেছিলেন। তবে এ বিষয়ে স্যারের থেকে আগে থেকে মতামত না নেওয়ায় শুক্রবার (১২ জানুয়ারি) শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে কোনো দাবি জানানো হয়নি।

শাহরিয়ার বলেন, ইমেরিটাস অধ্যাপকের বিষয়ে পরে স্যারকে জানানো হলে তিনিসহ অধ্যাপক ইয়াসমিন হক ম্যাম সবার প্রতি সম্মান রেখেই ইমেরিটাস অধ্যাপক হতে ইচ্ছুক নন বলে জানান।  

এর আগে, ড. মুহম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী ইয়াসমিন হককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে চেয়েছিলেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।