শাবিপ্রবি (সিলেট): এক মাস (৩০ দিন) বন্ধ থাকার পর আবারও অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, গত রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হয়। তাছাড়া সরকারি কোনো বিধিনিষেধ না থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড