ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেসবুকে ‘প্রশ্নফাঁস’ করলেন রাবি শিক্ষক!

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
ফেসবুকে ‘প্রশ্নফাঁস’ করলেন রাবি শিক্ষক! প্রশ্নপত্র ফাঁসের স্ক্রিনশট।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারিজ বিভাগের মাস্টার্সের চলমান পরীক্ষার একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) প্রশ্নপত্র ফাঁস হয়েছে।  

সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিতে ওই প্রশ্নপত্র শেয়ার করেছেন ওই বিভাগের শিক্ষক অধ্যাপক ইসতিয়াক হোসাইন।

 

এ ঘটনায় আসন্ন পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৭ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে, বিষয়টি অনিচ্ছাকৃত বলছেন পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান মণ্ডল।  

তিনি বাংলানিউজকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি অধ্যাপক ইসতিয়াক হোসাইনের সঙ্গে কথা বলেছি। এটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে তিনি জানিয়েছেন। আমরা পরীক্ষা কমিটির সদস্যরা জরুরি মিটিং করে এই প্রশ্নপত্র বাতিল করেছি। আপাতত ওই পরীক্ষা স্থগিত। এরই মধ্যে নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হবে। ’

বিভাগের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম বলেন, ‘এ বিষয়ে পরীক্ষা কমিটির চেয়ারম্যান যা করার করবেন। তবে পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষকের ফোনে নেওয়াটা উচিত নয়। এটি নৈতিকতা বহির্ভূত। ’ 

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে জানতে অধ্যাপক ইসতিয়াক হোসাইনকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন বলেন, ‘এ বিষয়ে বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে আমাকে জানানো হয়নি। বিভাগ থেকে জানানো হলে আমরা ব্যবস্থা নেবো। ’

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।