শাবিপ্রবি (সিলেট): চট্টগ্রাম বিভাগে পরিবেশ অধিদফতর আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ হয়েছে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস)। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় সহযোগিতায় ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)।
রোববার (২৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসইউডিএসের সাধারণ সম্পাদক তারেকুল আরেফিন প্রিয়াম।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্ক বিষয়ক সংগঠন এসইউডিএসের বিজয়ী টিমের সদস্যদের মধ্যে রয়েছেন নাহিদ হাসান নায়েম, মেহরাব সাদাত, সুমিত কর্মকার। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
প্রিয়াম জানান, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিউটে এ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। অন্যান্যদের মধ্যে প্রো-ভিসি অধ্যাপক বেণু কুমার দে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস, চট্টগ্রাম অঞ্চল এর পরিচালক মুফিদুল আলম, চবি আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান, স্পন্সর প্রতিষ্ঠান রেকিট বেনকিজার-এর উদ্ধর্তন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২২
এসএ