ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি কেন্দ্রে ৩০ ভর্তিচ্ছু অনুপস্থিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ৪, ২০২২
শাবিপ্রবি কেন্দ্রে ৩০ ভর্তিচ্ছু অনুপস্থিত

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৯৩৯ জনের মধ্যে উপস্থিত ছিল ৯০৯ জন ও অনুপস্থিত ৩০ জন।



শনিবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক অধ্যাপক দিলারা রহমান।  

এদিন সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, কোনো সমস্যা ছাড়াই আজ সকাল ১১টা থেকে শাবিপ্রবি ক্যাম্পাসের শিক্ষাভবন এ, শিক্ষাভবন ডি এবং আইআইসিটি ভবনে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯০৯ জন অর্থাৎ উপস্থিতির হার ৯৬ শতাংশ। অনুপস্থিত ৩০ জন অর্থাৎ ৪ শতাংশ।  
শুক্রবার (১০ জুন) ‘ক’ ইউনিটে ২ হাজার ৮৯৬ জন, শনিবার (১১ জুন) ‘ঘ’ ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং শুক্রবার (১৭ জুন) ‘চ’ ইউনিটে ৭৫ জন মিলিয়ে মোট ৫ হাজার ৩৯৫ জন শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।