শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শাবিপ্রবি ক্যাম্পাসের চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ জুন) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। এতে ১ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে শুক্রবার (৩ জুন) ঢাবির ‘গ’ ইউনিট ও শনিবার (৪ জুন) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ‘গ’ ইউনিটে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩০৮ জন, অনুপস্থিত ১১ জন।
অন্যদিকে ‘খ’ ইউনিটে ৯৩৯ জনের মধ্যে উপস্থিত ছিল ৯০৯ জন, অনুপস্থিত ৩০ জন। সর্বশেষ শুক্রবার (১০ জুন) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৮৯৫ জনের মধ্যে উপস্থিতি ছিল ২ হাজার ৭৩৬ জন, উপস্থিতির হার ৯৪.৫ শতাংশ। অনুপস্থিতি ১৫৯ জন অর্থাৎ ৫.৫ শতাংশ।
এছাড়া আগামী শুক্রবার (১৭ জুন) ‘চ’ ইউনিটে ৭৫ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় নেবেন।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুন ১১, ২০২২
আরবি