এডভয় এডুকেশনাল সার্ভিস লিমিটেডের আয়োজনে ‘এডভয়’ স্টাডি এবরোড এডুকেশন এক্সপো-২০২২' অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুলাই) সকাল ১১টায় দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন ফ্যাকড-ক্যাবের প্রেসিডেন্ট কাজী ফারিদুল হক হ্যাপি।
এছাড়া উপস্থিত ছিলেন এডভয় বাংলাদেশের প্রধান আসাদুজ্জামান রনি।
ঢাকার দ্যা ওয়েস্টিন হোটেলে এদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিদেশে উচ্চ শিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ১০০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। এডুকেশন এক্সপোর মূল উদ্দেশ্য ছিল বিদেশে উচ্চ শিক্ষা নিতে চাওয়া শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নিয়োগদাতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।
এক্সপোতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে ফ্রি আইইএলটিএস কোর্স সুবিধা, বিভিন্ন ক্ষেত্র মূল্যায়ন, যাত্রা টিকিটে ছাড়ের ব্যবস্থা, কুইজ-খেলা প্রতিযোগিতা এবং পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
নিউজ ডেস্ক