ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ক্লাস বর্জন করে শেবামেক শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
ক্লাস বর্জন করে শেবামেক শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল: পরীক্ষায় পাস-ফেল কার্যক্রম বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) শিক্ষার্থীরা।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

 

এ সময় শিক্ষার্থীরা জানায়, ২০২১-২২ সেশনে বিএমডিসি পরীক্ষায় পাস-ফেল কার্যক্রম বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিক্যাল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে উঠা যাবে না। যেটা পরীক্ষায় পাস-ফেল কার্যক্রমে ছিল না। এ সময় সিজিপিএ বাতিল করে পুনরায় পরীক্ষায় পাস-ফেল কার্যক্রম চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।  

এর আগে গত ৩ সেপ্টেম্বর ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।