ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোবোটিক্স-আইওটি নিয়ে শিখবে শিশুরা: শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
রোবোটিক্স-আইওটি নিয়ে শিখবে শিশুরা: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ অন্যরা।

ঢাকা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুরা রোবোটিক্স এবং আইওটি (ইন্টারনেট অব থিংকস) এর ওপরে বাচ্চারা শিখবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বুধবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয় নিজ দপ্তরে শিক্ষাবিটের সাংবাদিকদের সংগঠন ‘অ্যাডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’ প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন।

 

দীপু মনি বলেন, আমাদের তৃতীয় শ্রেণীর শিশুদের থেকে কোডিংয়ের বই শুরু হয়ে গেছে। শিশুরা খেলতে খেলতে শিখবে।

তিনি বলেন, রোবোটিক্সের ওপরে, আইওটির ওপরে বাচ্চারা শিখবে। সেটা আসলেই কতো ভালো কাজ করবে, আমি আমার এলাকার তিনটি প্রতিষ্ঠান দিয়ে একটা পাইলটিং শুরু করেছি। সেটা শেষ হোক, তারপর দেখে বুঝে পরিকল্পনা নেবো।  

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল এমপিওভুক্তির রিভিউয়ের ফলাফলও দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।   

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক ফারুক হোসাইনসহ এ সময় সংগঠনের নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।