ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যুবলীগের সমাবেশে পাল্টাপাল্টি ঢিল নিক্ষেপ, ঢাবি ছাত্রলীগের ৭ কর্মী আহত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
যুবলীগের সমাবেশে পাল্টাপাল্টি ঢিল নিক্ষেপ, ঢাবি ছাত্রলীগের ৭ কর্মী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়: সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগের সমাবেশে পাল্টাপাল্টি ঢিল নিক্ষেপে আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাত নেতাকর্মী।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের প্যান্ডেলের কাছে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা জমায়েত হন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থলে যাওয়ার জন্য টিএসসি সংলগ্ন গেইট দিয়ে প্রবেশ করেন। প্যান্ডেলে আগে প্রবেশের জন্য কাছে থাকা যুবলীগের ঢাকা মহানগরের নেততাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাক্কা দেন। ছাত্রলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানায়।  

এসময় পাল্টাপাল্টি ঢিল ছুড়ে তারা। ঢিলের আঘাতে ছাত্রলীগের সাত নেতাকর্মী আহত হয়। তাদের মধ্যে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের কর্মী দ্বিতীয় বর্ষের শেখ সায়েম অভির মাথা ফেটে যায়। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া এসএম হলল, শহীদ সার্জেন্ট জহরুল হক হলল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের ছয় নেতাকর্মী আহত হন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান সোহান বাংলানিউজকে বলেন, ঢিলের আঘাতে তিন চারজনের মাথায় আঘাত লেগেছে। তাদেরকে প্রাথিমক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১২,২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।