ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

দুই উপ-নির্বাচনের অনুসন্ধান কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
দুই উপ-নির্বাচনের অনুসন্ধান কমিটি গঠন

ঢাকা: জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপ-নির্বাচনের অনিয়ম রোধ করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির আইন উপ-সচিব মো. আব্দুছ সালাম জানিয়েছেন, ইতিমধ্যে দুটি নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

বাহ্মণবাড়িয়া-২ আসনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হারুন-অর-রশিদ এবং সিনিয়র সহকারী জজ মোহাম্মদ রেজাউল হককে নিয়েছে গঠন করা হয়েছে একটি কমিটি।

এছাড়া লক্ষ্মীপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম ফারহানা ভূঁইয়া এবং সিনিয়র সহকারী জজ কাজী ফখরুল আবেদীনকে নিয়ে গঠন করা হয়েছে লক্ষ্মীপুর-৩ আসনে উপ-নির্বাচনের অনুসন্ধান কমিটি।

কমিটির কাজ হবে নির্বাচনি এলাকাসমূহে উপনির্বাচন উপলক্ষে নির্বাচনি অপরাধ, আচরণ বিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়সমূহ অনুসন্ধানপূর্বক কমিশনকে প্রতিবেদন দেওয়া। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেবে ইসি।

আগামী ৫ নভেম্বর এই দুই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।