ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকার বিরুদ্ধে ভোট করাদের ‘জারজ’ বললেন আ.লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
নৌকার বিরুদ্ধে ভোট করাদের ‘জারজ’ বললেন আ.লীগ নেতা

লক্ষ্মীপুর: আওয়ামী লীগ হয়ে নৌকার বিরুদ্ধে ভোট করাদের ‘জারজ’ বলে মন্তব্য করেছেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মীসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

পরে সন্ধ্যা সাতটার দিকে একই ইউনিয়নের বরইতোলা কামারহাট ঈদগাহ ময়দানে বক্তব্য দেন তিনি। সেখানেও তিনি এ মন্তব্য করেন। দুটি অনুষ্ঠানেই আবুল কাশেম প্রধান অতিথি হিসেবে যোগ দেন। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

সন্ধ্যা সোয়া ৬টায় ইউনিয়নের পাঁচপাড়ায় নির্বাচনী কর্মীসভায় বক্তব্য দেন। তিনি বলেন, যারা আওয়ামী লীগ হয়ে নৌকার বিরুদ্ধে ভোট করে, বিদ্রোহীর পক্ষে ভোট করে, তারা জারজ সন্তান। তারা মানুষের সন্তান না।

এ সময় বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বলেন, যারা নৌকার বাইরে ভোট করবেন, বিদ্রোহী প্রার্থীর ভোট করবেন- ট্রাক মার্কা, তাদের বলে দিতে চাই আপনাদের পার্শ্ববর্তী গ্রাম, ইউনিয়ন আমার। আমি সবাইকে চিনি। যদি নৌকার বাইরে কেউ ভোট করেন, তাদের অস্তিত্ব থাকবে না। ইন শা আল্লাহ ৭ তারিখের পরে। আপনারা আপনাদের সবার কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদের নিয়ে আমরা ভোট দেব। গোলাম ফারুক পিংকু ভাইকে জয়যুক্ত করবো। শেখ হাসিনা সরকার গঠন করবেন।

সন্ধ্যা সাতটার দিকে বরইতোলা কামারহাট ঈদগাহ ময়দানে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী। এ সময়ও তিনি আওয়ামী লীগের হয়ে নৌকার বিরুদ্ধে গিয়ে ভোটকরাদের জারজ বলে মন্তব্য করেন।

লক্ষ্মীপুর-৩ আসনে এবার আওয়ামী লীগের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। একই আসনে স্বতন্ত্র হিসেবে ভোট করছেন ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ সাত্তার।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।