ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিএনপির হরতাল নিয়ে ওআইসির কোনো শঙ্কা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
বিএনপির হরতাল নিয়ে ওআইসির কোনো শঙ্কা নেই

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৭ জানুয়ারি) বিএনপির ডাকা হরতাল নিয়ে কোনো শঙ্কা নেই অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি)। তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সংস্থাটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, খুব সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। নিরাপত্তা নিয়ে তারা জানিয়েছেন, কোনো শঙ্কা নেই। আমাদেরও কোনো শঙ্কা নেই। তারা বিভিন্ন বিষয় জানতে চেয়েছে। আমরা তাদের জানিয়েছি নির্বাচনের প্রস্তুতি।

এক প্রশ্নের জবাবে ইসির এ কর্মকর্তা বলেন, কী ধরনের পরিবেশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী কী ধরনের মোতায়েন হয়েছে, ভোটারদের মনে শঙ্কা দূর করার জন্য কী কী প্রস্তুতি গ্রহণ করেছি, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট।

৭ জানুয়ারি একটি দলের ডাকা হরতাল নিয়ে তাদের কোনো পর্যবেক্ষণ আছে কি না- এমন প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, না। তাদের কোনো শঙ্কা নেই। আমাদের প্রস্তুতিতে তারা সন্তুষ্ট।

ওআইসির হেড অব ইলেকশন ইউনিট সাকির মাহমুদ বান্দারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করেন। এতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে কমনওয়েলথের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আমরা বলেছি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, তাদের মনে যেন কোনো ভীতি না থাকে, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছেন। এতে আশ্বস্ত হয়েছেন কমনওয়েলথ সদস্যরা। তারা সম্পূর্ণ সন্তুষ্ট।

কমনওয়েলথের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অব ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকট্রোরাল কমিশন প্রোফেসর আত্তাহিরু মোহাম্মদ জেগে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।