ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নারায়ণগঞ্জ-১ আসনের ভোটের শুরুতেই ভোটারদের দীর্ঘ লাইন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
নারায়ণগঞ্জ-১ আসনের ভোটের শুরুতেই ভোটারদের দীর্ঘ লাইন

ঢাকা: নারায়ণগঞ্জ-১ আসনের ভোটের শুরুতেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

রবিবার(৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

 

সানাউল্লাহ মিয়া নামক এক ভোটার জানিয়েছেন, তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।  

এ কেন্দ্রে প্রথম ভোট দেওয়া এ বয়োবৃদ্ধ ভোটার জানান, আমি ১৯৭২ সাল থেকে ভোট দিচ্ছি।  

এদিকে ওমর ফারুক মোল্লা নামে স্থানীয় এক যুবলীগ কর্মী বলেছেন, এ আসনে এতদিন নেতাদের উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের না। ভোট ঘুরে যাবে।

ভোটপ্রদান শেষে ইয়াসমিন নামে এক ভোটার বলেন, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।

 এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল হালিম মিয়া বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ৩২৭৯ জন। এরমধ্যে মহিলা আছেন ১৫৯৩ জন ও পুরুষ আছেন ১৬৮৬ জন।

ঝুঁকিপূর্ণ এ কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা,জানুয়ারি ৬,২০২৪  
এনবি/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।