ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট দানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: না.গঞ্জের এসপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মে ২১, ২০২৪
ভোট দানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: না.গঞ্জের এসপি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোহাম্মদ রাসেল বলেছেন, ভোট আপনার অধিকার। কেউ ভোট দানে বাধা দিলে আমরা ব্যবস্থা নেব।

কিন্তু ভোট দিতে না এসেই যদি বলেন প্রভাব বিস্তার করছে তাহলে এর যুক্তি আছে বলে মনে করি না। কেউ জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

মঙ্গলবার (২১ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে কাঁচপুরে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা কারও তরফ থেকে কোনো কমপ্লেইন আমরা পাইনি। শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। আমরা আশা করছি শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

তিনি বলেন, নির্বাচনে হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়ে যায়। আমাদের কাছে সহিংসতার কোনো তথ্য নেই। তবে আমি প্রার্থীদেরকে বলতে চাই পুলিশ প্রস্তুত রয়েছে।  

কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মে ২১, ২০২৪
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।