ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

নির্বাচন ও ইসি

দৌলতপুরের ওসিকে প্রত্যাহার, দুই চেয়ারম্যান প্রার্থীকে তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, মে ২৪, ২০২৪
দৌলতপুরের ওসিকে প্রত্যাহার, দুই চেয়ারম্যান প্রার্থীকে তলব

ঢাকা: কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (২৪ মে) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি খুলনা রেঞ্জের ডিআইজকে পাঠিয়েছেন।

এদিকে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না সে ব্যাখ্যা দিতে বলেছে ইসি। এক্ষেত্রে ২৭ মে সকাল সাড়ে ১০টায় ইসিতে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে হবে তাকে।

অন্যদিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীকেও আচরণবিধি লঙ্ঘনের কারণে ব্যাখ্যা দিতে তলব করেছে ইসি। তাকে ২৬ মে বেলা ১১টায় ব্যাখ্যা দিতে আসতে হবে।

এ দুই প্রার্থীকে নির্দেশনা পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মে ২৪, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।