সোমবার (২৯ জানুয়ারি) এসব পদে ভোট হলে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানায় নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপন শাখা।
সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২০০টি নারী সদস্য পদে।
উপজেলার সংরক্ষিত নারী সদস্য পদে সংশ্লিষ্ট উপজেলার অন্তর্গত সব স্থানীয় সরকারের নারী সদস্যরা ভোট দিয়ে উপজেলার নারী সদস্য নির্বাচন করেন। এক্ষেত্রে প্রার্থীও তাদের মধ্য থেকেই হয়। বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় উপজেলার ১ হাজার ৪৭৬টি নারী সদস্য পদ শূন্য হয়ে যায়। তাই প্রায় দেড় হাজার আসনে আবার নির্বাচন দিতে হয় ইসিকে।
২০১৪ সালে উপজেলা পরিষদ গঠনের পর ২০১৫ সালে দেশের সব উপজেলায় সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে বছরের ১৫ জুনের ওই নির্বাচনে ৩৫২ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
ইইউডি/এইচএ/