ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পোস্টার নিজেই সরালেন আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
পোস্টার নিজেই সরালেন আরিফ সমৃদ্ধ ও সুন্দর সিলেট গড়তে এ কাজ সবাইকে করার আহ্বান জানান আরিফুল

সিলেট: সিসিক নির্বাচন শেষ হওয়ার দুই দিনের মাথায় নিজের পোস্টার নিজেই সরালেন মেয়র পদে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

বুধবার (০১ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে নগরের কুমারপাড়ায় বাসার সামনে খুঁটির সঙ্গে বাঁধা পোস্টার কাঁচি দিয়ে কেটে সরানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।
 
নিজস্ব শ্রমিকের মাধ্যমে পোস্টার সরানোর তার এই উদ্যোগ দেখে নগর ভবনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার সদস্যরা পোস্টার সরানোর কাজ শুরু করেন।

পোস্টার সরানো কার্যক্রমের উদ্বোধন শেষে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ১৯৬ জন প্রার্থীর কয়েক লাখ পলিথিনে মোড়ানো পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। নির্বাচন শেষ হয়েছে, তা সরানোর কোন উদ্যোগ না নেওয়ায় তিনি নিজেই এ কাজে নেমেছেন, যাতে অন্যরাও উৎসাহিত হন।
 
সুন্দর নগরীর স্বার্থে বিজয়ী ও বিজিত প্রার্থীদের নিজ নিজ পোস্টার সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
 
তিনি আরো বলেন, পলিথিন মোড়ানো এসব পোস্টার ড্রেনে গিয়ে পড়লে পুরো ড্রেনেজ ব্যবস্থা বিপর্যস্ত হবে। পরিবেশও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
 
আরিফুল হক চৌধুরী বলেন, জয়-পরাজয় বড় কথা নয়। সমৃদ্ধ ও সুন্দর সিলেট গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
 
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।