ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুর-৪ আসনে রবের মনোনয়নপত্র জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
লক্ষ্মীপুর-৪ আসনে রবের মনোনয়নপত্র জমা মনোনয়নপত্র জমা দিচ্ছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল হকের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।  

এসময় জেএসডির সহ-সভাপতি তানিয়া রবসহ রামগতি-কমলনগর উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) একই কার্যালয় থেকে তার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এরআগে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।