ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটের ৬টি আসনে ৬৬ প্রার্থীর মনোনয়ন জমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
সিলেটের ৬টি আসনে ৬৬ প্রার্থীর মনোনয়ন জমা

সিলেট: একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেটের ছয়টি নির্বাচনী আসনে ৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। 

এরমধ্যে, সিলেট-১ আসনে ১১ জন, সিলেট-২ আসনে ১২ জন, সিলেট-৩ আসনে ১৩ জন, সিলেট-৪ আসনে ৮ জন, সিলেট-৫ আসনে ১২ জন এবং সিলেট-৬ আসনে ১০ জন প্রার্থী রির্টানিং কর্মকর্তার দফতরে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

বুধবার (২৮ নভেম্বর) সিলেটের ছয়টি আসনের মধ্যে সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন।

তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী ও খন্দকার আব্দুল মোক্তাদির, জাপার মাহবুবুর রহমান চৌধুরী, বাসদের উজ্জল রায়, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণব জ্যোতি পাল, স্বতন্ত্র্র আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, মাওলানা নাসির উদ্দিন, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ, ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক।

মনোনয়নপত্র জমা দেননি বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ঐক্যফ্রন্টের মো. নুরুল হক, স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।

সিলেট-২: জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বর্তমান সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. মোশাহিদ খান, ন্যাশনাল পিপলস পার্টির মো. মনোয়ার হোসেন, গণফোরামের মোকাব্বির খান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা কাজী আমিন উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সরদার, মোহাম্মদ আব্দুর রব, মো. হাবিবুর রহমান।

এছাড়া, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম. ইলিয়াস পত্মী তাহসীনা রুশদীর লুনা, ছেলে আবরাব ইলিয়াস ও স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান বিশ্বনাথে সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতরে মনোনয়ন জমা দিয়েছেন।  

এছাড়া এ আসনে খেলাফত মজলিসের মুনতাছির আলী  মনোনয়নপত্র জমা দেননি।

সিলেট-৩: বর্তমান সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক, কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ব্যারিস্টার মো. আব্দুস সালাম, খেলাফত মজলিসের হাফেজ মাওলানা আতিকুর রহমান, ইসলামী আন্দোলনের আব্দুল মতিন বাদশা, মাওলানা নজরুল ইসলাম, জাপার উছমান আলী ও মোহাম্মদ তোফায়েল আহমদ, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ, শাহেদ আহমদ, মো. আব্দুল ওদুদ।

এ আসনে মনোনয়ন জমা দেননি কামরুল হুদা জায়গীরদার, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, স্বতন্ত্র প্রার্থী শেখ জাহেদুর রহমান মাছুম, গণফোরামের মোকাব্বির খান।

সিলেট-৪: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আতাউর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহমদ তাজ উদ্দিন তাজ রহমান ও এম ইসমাইল আলী আশিক, স্বতন্ত্র মনোজ কুমার সেন। এ আসনে জেলার সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী ও ইসলামী আন্দোলনের মো. জিল্লুর রহমান মনোনয়ন জমা দেননি।

সিলেট-৫: আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার, বিএনপির  মামুনুর রশিদ মামুন, শরিফ আহমদ লস্কর, জাপার এমএ মতিন চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, স্বতন্ত্র ফয়জুল মুনীর চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, ইসলামী আন্দোলনের মাওলানা নুরুলআমিন, স্বতন্ত্র আহমদ আল ওয়ালী, বাহার উদ্দিন আল রাজি, মো. শহীদ আহমদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া এ আসনে আওয়ামী লীগের মাসুক উদ্দিন, জাপার সেলিম উদ্দিন, সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাব্বির আহমদ মনোনয়নপত্র জমা দেননি।

সিলেট-৬: আওয়ামী লীগ মনোনীত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিকল্প ধারার শমসের মবিন, চৌধুরী, বিএনপির হেলাল খান হোসেন খান হেলাল, ফয়ছল আহমদ চৌধুরী, জাপার সেলিম উদ্দিন, জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, স্বতন্ত্র জাহাঙ্গীর হোসেন মিয়া, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ আব্দুর রকিব, জমিয়তে উলামায়ের আসআদউদ্দিন আল মামুন মনোনয়ন জমা দেন।  

এ আসনে মনোনয়ন জমা দেননি ইসলামী আন্দোলনের আজমল হোসেন। এছাড়া উপজেলা পর্যায়ে আরো মনোনয়ন জমা পড়লেও সে হিসাব এখনই দিতে পারছেন না সংশ্লিষ্টরা।
 
সিলেট রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

নির্বাচন কমিশন সূত্র জানায়, রোববার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২৭ নভেম্বর) পর্যন্ত ছয়টি আসনে মোট ৭৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এরমধ্যে সিলেট-১ আসনে ১৩ জন, সিলেট-২ আসনে ১৪ জন, সিলেট-৩ আসনে ১৫ জন, সিলেট-৪ আসনে ৯ জন, সিলেট-৫ আসনে ১২ জন এবং সিলেট-৬ আসনে ১০ জন। আগামী ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে।
 
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।