ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুড়িগ্রামে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
কুড়িগ্রামে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, আওয়ামী লীগের মো. জাকির হোসেন ও বিএনপির আব্দুল খালেকসহ ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

রোববার (২ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন এসব মনোনয়ন বাতিল ঘোষণা করেন।  

বাতিলকৃত ১৯ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৩ জন।

জেলার ৪টি আসনে মোট ১৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী ১৪ জনের মধ্যে কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম হাবিব সাবেক সংসদ সদস্য হিসেবে তার মনোনয়নপত্র বৈধ হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ে কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল খালেকসহ ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।  

কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৪টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসন থেকে ১০ জন, কুড়িগ্রাম-২ আসন থেকে ১৫ জন, কুড়িগ্রাম-৩ আসন থেকে ৯ জন এবং কুড়িগ্রাম-৪ আসন থেকে ২৩ প্রার্থী রয়েছেন।

কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা মোছা. সুলতানা পারভীন জানান, মনোনয়নপত্রে তথ্যগত ও হলফনামায় ত্রুটির কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।